ছোট্ট আর গোল একটা পৃথিবীতে চলার গল্প!
সব ঝামেলা শেষে যখন বিমানে উঠে গা এলিয়ে দিলাম , তখন আমি আসলে আঁচ করতে পারিনি কিছুই। মানে , আমার ভাবটা এমন যে- এটাইতো স্বাভাবিক।
যাহোক , বলছি ইয়ং ব্রেইনপোর্ট সামার স্কুল, ২০১৬ (ওয়াই.বি.এস.এস) এ অংশগ্রহণের অভিজ্ঞতার কথা।
যদিও সামার স্কুলের ধারনাটা বাংলাদেশে বেশী প্রচলিত নয় , তবে গত ২৭ আগস্ট থেকে ০৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই সামার স্কুল কে আসলে পদার্থবিজ্ঞান ও প্রযুক্তি অনুরাগী ১৫-১৮ বছর বয়সীদের জন্য একরকম আন্তর্জাতিক ক্যাম্প-ই বলা যায়। নির্বাচন প্রক্রিয়াটি ছিলো স্টান্ডারাইজড টেস্ট ছাড়া অ্যামেরিকা বা ইউরোপের যেকোনো বিশ্ববিদ্যালয়ের সাধারন নির্বাচন প্রক্রিয়ার মতই।
কানাডার বিশ্ববিখ্যাত তাত্ত্বিক পদার্থবিজ্ঞান গবেষনাগার পেরিমিটার ইন্সটিটিউট এবং নেদারল্যান্ডসের হাইটেক ইকোনমি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ব্রেইনপোর্ট ডেভেলপমেন্ট এর আয়োজনে নেদারল্যান্ডসের আইন্ডহোভেন-এ অনুষ্ঠিত হল এই আয়োজনের প্রথম আসর।
- Photo: Bram Saeys; Brainport, YBSS , Young Brainport Summer School 2016, Introduction @ Hotel, BBQ
পৃথিবীর বিভিন্ন দেশের মোট ৪০ জন বিজ্ঞান ও প্রযুক্তিপ্রেমী ছেলে-মেয়েদের সাথে আমি বাংলাদেশ থেকে একা অংশ নিয়েছিলাম এই সামার স্কুলে।
- Photo: Bram Saeys; Brainport, YBSS , Young Brainport Summer School 2016, Presentations,Closing, Certificates, Mayor Rob van Gijzel, Centre Court Cafe Eindhoven
মজার ব্যাপার হল ,ক্যাম্পে যাওয়ার দুইমাস আগেই আমাদের জন্য তৈরি করা ফেসবুক গ্রুপের কল্যাণে আমরা আসলে আগেই সবাই সবার সাথে ভালোভাবে পরিচিত হয়ে গিয়েছিলাম। এমনকি, আইজেএসও ও ইউরোপিয়ান স্পেস ক্যাম্পে অংশগ্রহণকারী আমার পরিচিত বন্ধুবান্ধবের কল্যাণে স্পেইন ও হংকং এর দু'জন মিউচুয়াল বন্ধুও বের হল!
কাজেই প্রচণ্ড রকম উৎসাহ আর উত্তেজনা বুকে নিয়ে একা একা যখন আমস্টারড্যাম এয়ারপোরটে নামলাম , তখন আসলে বুঝতে পারিনি পৃথিবীটা কত ছোট!
এয়ারপোর্ট থেকে হোটেলে পৌঁছেই লবিতে বার-বি-কিউ এর গন্ধ। ব্যাস! পাঁচ মিনিটেই দেখা গেলো মোটামুটি সবাইকে চেনা হয়ে গেছে। এরপর পরিচিতি পর্বের প্রেজেন্টেশনে দেখা গেলো আমার কল্যাণেই হোক বা যেকারনেই হোক বাংলাদেশকে সবাই চেনে! খুব ভালোভাবেই। অদ্ভুত এক আনন্দ হচ্ছিল নিজের দেশের নামটা বলার সময়!

এভাবেই শুরু হয়েছিল মধুর দিনগুলো।
এরপর প্রথমদিন ছিলো মজাদার স্পোর্টস সেশন ও স্মার্ট কুইজের মাধ্যমে নিজেদের সোস্যাল ইন্টের্যাকশন বাড়ানো। এবং, আমার সব আশঙ্কাকে ভুল প্রমান করে দিয়ে দিনশেষে স্পোর্টস সেশনে আমার গ্রুপের পুরুস্কার পাওয়া ।
- Photo: Bram Saeys; Brainport, YBSS , Young Brainport Summer School 2016, Zeskamp
বলতে লোভ হচ্ছে, আমার গ্রুপে আমি সবথেকে ভালো স্কোর করেছিলাম!
আর রাতে আইন্ডহোভেন কুকট ফেস্ট এর কথা না বললেই নয়। মজাদার খাবার আর মিউজিক, আমাদের পাগলামো ড্যান্স সবকিছুই যেন বাকি দিনগুলো আরো রঙ্গিন হতে যাচ্ছে সে কথা মনে করিয়ে দিচ্ছিল।
- Photo: Bram Saeys; Brainport, YBSS , Young Brainport Summer School 2016, Eindhoven Panalytical
পরদিন থেকে সিরিয়াস কাজকর্ম শুরু ।
প্রথমে আইন্ডহোভেন টেকনোলজি ইউনিভার্সিটিতে ই.ম্যাগনেটিক ওয়েভ এর উপরে ক্লাস আর ল্যাব অ্যাসাইনমেন্টের মধ্য দিয়ে শুরু । তারপর, এক্সরে অ্যাানালাইজার উৎপাদক কোম্পানী প্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি ঘুরে দেখা। আর রাতের মানমন্দিরের অ্যাস্ট্রোনমি নাইট ছিলো আরো অসাধারণ। সৌভাগ্য হয়েছে সত্যিকার একটা উল্কা ছোঁয়ার।
পরদিন আবারো ইউনিভার্সিটিতে,যাওয়া হল বিশাল ফ্যারাডে কেজে। তারপর যখন ডিফার(ডাচ ইন্সটিটিউট ফর ফান্ডামেন্টাল এনার্জি রিসার্চ) ও প্লাজমা ল্যাবে গেলাম তখন কেউ বুঝিনি সামনে কতটা মজাদার জগত অপেক্ষা করছে আমার জন্য।
কাজেই যখন অসাধারণ প্রফেসরটি মাইক্রোওয়েভে প্লাজমা তৈরি করে বা, লেভিটেটিং ম্যাগনেট দেখালেন তখন হা হওয়া ছাড়া উপায় ছিলোনা। কিন্তু একটু পর যখন সত্যিকার একটা প্লাজমা বেসড ফিউসান রিসার্চ ল্যাবে আসলাম , মনে হয় তখন আরেক চমক হিসেবে একটু সামনেই ছিলো একটা লিনিয়ার অ্যাক্সেলেটর!অনুমতি নিয়ে স্পর্শ করতেই আবারো ফিজিসিস্ট হওয়ার ইচ্ছেটা মনের মধ্যে উকিঝুকি মারতে লাগলো।
- Photo: Bram Saeys; Brainport, YBSS , Young Brainport Summer School 2016, Eindhoven TNO, 3D printing
কিংবা, নিজ হাতে প্লাজমা তৈরি করে ইলেক্ট্রনের টেম্পারেচার মেপে দেখা অথবা বইয়ে পড়া হাইড্রোজেন স্পেক্ট্রাম বের করার যে কি আনন্দ এখানে না এলে বুঝতাম না।
এরপর এ.এস.এম.এল এর লিথোগ্রাফির জগতে এসে নিজেকে ভাগ্যাবান বলেই মনে হচ্ছিল।
টিএনও এর থ্রিডি প্রিন্টিং এর কাটিং এজ জগত ছিলো পরবর্তী চমক । আমাদের সব গ্রুপে একটা থ্রিডি প্রিন্টার পেন দিয়ে সবচেয়ে বেশি ভর নিতে সক্ষম ব্রিজ বানানোর একটি চ্যালেঞ্জ দেয়া হয়েছিল যা ছিলো সবচেয়ে আকর্ষণীয় ও মজার।
- Photo: Bram Saeys; Brainport, YBSS , Young Brainport Summer School 2016, Heerbeeck College, Best
পরে হুইব্রেটস ইন্ডাস্ট্রি ভিজিট ও বার-বি-কিউ ডিনারের খাবারের কথা ভুলতে পারবোনা কখন। হোলস্ট সেন্টারের ফিউচার টেকনোলজিত্তে গিয়ে ট্রান্সপারেন্ট ডিস্প্লে সহ এমন সব জিনিশ দেখলাম যার খবর শুধু আমাদের দেশের খবরের পাতার 'বিচিত্র খবর' কলামেই আসে।
পরদিন ছিলো সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল ট্যুর , ফিলিপ্স ভ্রমণ । হ্যা! বাতির রাজা ফিলিপ্সের -ফিলিপ্স!
আরো অনেক মজাদার ভ্রমণ, গেমস, পার্টি , মিউজিক, ক্লাস আর প্রেজেন্টেশন ও সারটিফিকেট বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এই অসাধারণ প্রোগ্রামটি।
- Photo: Bram Saeys; Brainport, YBSS , Young Brainport Summer School 2016, Presentations,Closing, Certificates, Mayor Rob van Gijzel, Centre Court Cafe Eindhoven
বইয়ের বাইরের বিস্ময়কর বিজ্ঞানের এই জগত দেখার বিচিত্র কিছু অনুভুতি ছাড়াও শেষ দিন দেখা গেলো যে আমার আরো কিছু অসাধারণ , স্বপ্নময় অভিজ্ঞতা হয়েছে। কখন যেন খেয়াল করলাম, আমার বন্ধু তালিকায় আসলে আরো চল্লিশজন যুক্ত হয়েছে। একেবারে প্রানের বন্ধু যাকে বলে!

আমাদের দেশ, সংস্কৃতি , ভাষা কত কিছুর বিভেদ ছিলো!
বিজ্ঞান তার অদ্ভুত মায়ায় সব এক করে দিয়েছে!
দিনশেষে গভীর রাত জেগে হোটেলের লবিতে বসে কোয়ান্টাম মেকানিক্স, দর্শনের আড্ডা ,পিয়ানো , গ্রান্ড পার্টিতে ডিরেকটরদের সাথে প্রাণখোলা আড্ডা, অসম্ভব দুস্টুমি, সেলফি আর আসার দিনে কারো অস্রুসজল চোখ আর কারো কান্নাকাটীর আবেগে আমার এখন মনে হয়, পৃথিবীটা এত ছোট কেন?
হ্যা, পৃথিবীটা গোল , আমাদের আবার দেখা হবে।
২৬ সেপ্টেম্বর , ২০১৬
আরিফুজ্জামান আরিফ
শিক্ষার্থী,
নটরডেম কলেজ, ঢাকা।
- Photo: Bram Saeys; Brainport, YBSS , Young Brainport Summer School 2016, Presentations,Closing, Certificates, Mayor Rob van Gijzel, Centre Court Cafe Eindhoven








Comments
Post a Comment