The Stipendium Hungaricum Program for Bangladesh 2020-21 | স্টাইপেন্ডিয়াম হাংগেরিকাম স্কলারশিপ ২০২০-২১
বাংলাদেশের আর দশজন মানুষের মত নোকিয়া ক্লাসিক মোবাইলগুলোর কাভার খুলে ‘Made in Hungary’ লেখা দেখেই হাঙ্গেরী দেশটির সাথে আমার প্রথম পরিচয়। হাইস্কুলে পা দেয়ার পর থেকেই মোটামুটি নিশ্চিত ছিলাম যে দেশের বাইরে পড়ালেখা করতে চাই। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, জার্মানী, ইন্ডিয়া, জাপান এরকম অনেক দেশের অনেক বিশ্ববিদ্যালয়েই পড়ার স্বপ্ন দেখলেও কখনোই কল্পনায় আসেনি ইউরোপে মহাদেশের ছোট সুন্দর এই দেশটিতে আন্ডারগ্রাজুয়েট পড়ার কথা।
And, that’s the beauty of life.
As Forrest Gump says:
![]() |
Forrest Gump/1994, Director: David Zemeckis. |
And, now I am here, with my box of chocolate, and I feel a deep joy for what I have got!
কীভাবে এই যাত্রার শুরু হল এবং কিভাবে এখানে এলাম সেটা অনেক লম্বা গল্প, পড়ে কোনদিন বলা যাবে হয়তো। এই লেখার উদ্দেশ্য হাংগেরিতে স্নাতক পর্যায়ে স্টাইপেন্ডিয়াম হাংগেরিকাম প্রোগ্রামে পড়তে আসার জন্য প্রয়োজনীয় তথ্যসমূহ এবং আবেদনের ধাপগুলোর ধারাবাহিক সংক্ষিপ্ত বর্ণনা দেয়া।
হাংগেরি । Hungary
![]() |
Budapest, the capital of Hungary. |
হাংগেরি সেন্ট্রাল ইউরোপের একটি ছোট দেশ। খুব বেশি মানুষ এই দেশটিকে না চিনলেও রাজধানী বুদাপেস্ট এর সাথে অনেকেই পরিচিত। ‘ম্যাজেস্টিক’ ডানিউব নদী, সুদীর্ঘ বৈচিত্রময় ইতিহাস আর নজরকারা স্থাপত্য শৈলীর কারনে পরিব্রাজক ও ট্যুরিস্টদের কাছে এটি বিশ্বের অন্যতম পছন্দের জায়গা। এছারাও হলিউড এবং বলিউডের অনেক সিনেমার দৃশ্যায়নের কারনেও অনেকে চেনে বুদাপেস্ট। মঙ্গলীয়ান-অটোমান-অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য- প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সোভিয়েত ইউনিয়ন… সবমিলিয়ে অনেকটা পথ পাড়ি দিয়ে হাংগেরি এখন ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য এবং মধ্যম উন্নত অর্থনীতি (These are complex statements, don’t let this to fool yourself) এবং মানব উন্নয়ন সূচকে উন্নত একটি দেশ।
এই ভিডিওটি দেখলে, হাংগেরি নিয়ে একটি ভালো ধারণা হয়ে যাবেঃ
হাংগেরিতে উচ্চশিক্ষা | Higher Education in Hungary
অতি পরিচিত রুবিক কিউব, বলপয়েন্ট কলম এর মত উদ্ভাবন কিংবা ভিটামিন সি আবিষ্কার থেকে শুরু করে হলোগ্রাফির মত প্রযুক্তির শুরু এখানে। ১৩ জন নোবেল লরিয়েট নিয়ে পৃথিবীতে সর্বাধিক নোবেল প্রাইজ প্রাপ্ত দেশের তালিকায় পঞ্চদশতম স্থান মাত্র দুই কোটি মানুষের এই দেশটির।
![]() |
University of Debrecen, Hungary |
ঐতিহাসিক কারনে এবং ভাষাগত কারনে বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিকীকরণ এর যে ঘাটতি ছিল তা ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার পর থেকে দূর হয়ে বুদ্ধিবৃত্তিক অ্যাকাডেমিক চর্চায় নতুন মাত্রা এনে দিয়েছে হাংগেরিতে। Erasmus, Erasmus+ সহ ইউরোপীয় ইউনিয়নের এক্সচেঞ্জ প্রোগ্রামে হাংগেরির বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের অন্যতম পছন্দের তালিকায় থাকে। এবং এই সার্বিক আন্তর্জাতিকীকরণ চেষ্টার ফলশ্রুতিতেই এখন নিয়মিত ভাবেই Times Higher Education Ranking, QS Ranking, CWU Ranking এ বিশ্বের সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় স্থান পেয়ে আসছে হাংগেরির বিশ্ববিদ্যালয়গুলো। সাধারণত মোটামুটি সব রকম বিষয়েই এখন হাংগেরিতে ইংরেজি মাধ্যমে পড়ালেখা করা যায়। এবং নামকরা বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে Budapest University of Technology and Economics (BME), Corvinus University Budapest, University of Szeged, University of Debrecen, Eötvös Loránd University(ELT)... ইত্যাদি অন্যতম।
Stipendium Hungaricum for Bangladesh
স্টাইপেন্ডিয়াম হাংগেরিকাম হাংগেরির বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিকীকরণ এর সার্বিক পলিসির একটি চমৎকার এবং উল্লেখযোগ্য অংশ। ২০১৩ সাল থেকে প্রতি বছর প্রায় ৭০ টি দেশের ৫০০০ জন শিক্ষার্থীকে ২৮ টি বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য এই বৃত্তি প্রদান করা হয়।
আন্ডারগ্রাজুয়েট, মাস্টার্স এবং পিএইচডি এর জন্য সাধারণত এই বৃত্তি প্রদান করা হয়, এবং আন্ডারগ্রাজুয়েট লেভেল সংখ্যার হিসেবে বর্তমানে এটি বিশ্বের সবথেকে বড় ফুল ফান্ডেড বৃত্তি।
স্টাইপেন্ডিয়াম হাংগেরিকাম হাংগেরির বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিকীকরণ এর সার্বিক পলিসির একটি চমৎকার এবং উল্লেখযোগ্য অংশ। ২০১৩ সাল থেকে প্রতি বছর প্রায় ৭০ টি দেশের ৫০০০ জন শিক্ষার্থীকে ২৮ টি বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য এই বৃত্তি প্রদান করা হয়।
আন্ডারগ্রাজুয়েট, মাস্টার্স এবং পিএইচডি এর জন্য সাধারণত এই বৃত্তি প্রদান করা হয়, এবং আন্ডারগ্রাজুয়েট লেভেল সংখ্যার হিসেবে বর্তমানে এটি বিশ্বের সবথেকে বড় ফুল ফান্ডেড বৃত্তি।
আন্ডারগ্রাজুয়েট, মাস্টার্স এবং পিএইচডি এর জন্য সাধারণত এই বৃত্তি প্রদান করা হয়, এবং আন্ডারগ্রাজুয়েট লেভেল সংখ্যার হিসেবে বর্তমানে এটি বিশ্বের সবথেকে বড় ফুল ফান্ডেড বৃত্তি।
![]() |
Sheikh Hasina with Victor Orban, in budapest, 2016/The Daily Star. |
হাংগেরি সরকারের পক্ষে Tempus Public Foundation এবং বাংলাদেশের সরকারের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয় সম্পুর্ণ আবেদন ও বৃত্তি প্রক্রিয়া নিয়ন্ত্রণ করেন।
স্টাইপেন্ডিয়াম হাংগেরিকাম এর সুবিধাঃ
- শতভাগ টুইশন ফ্রি
অর্থাৎ এই প্রোগ্রামের অধীনে অধ্যয়নরত শিক্ষার্থীদের কোনরকম টুইশন ফি প্রদান করতে হবেনা (যা প্রগ্রামভেদে সাধারণ শিক্ষার্থীদের জন্য ৬০০০-৩০০০০ ডলার/বছর!)
- মাসিক স্টাইপেন্ড!
নন ডিগ্রি, ব্যাচেলর, মাস্টার্স এবং ওয়ান টায়ার মাস্টার্স (স্নাতক+মাস্টার্স) পর্যায়ে শিক্ষার্থিদের জন্য ডিগ্রি অর্জনের আগ পর্যন্ত প্রতি মাসে প্রায় ১৩০ ইউরো সমমান (৪৩৭০০ HUF) টাকা দেয়া হবে লিভিং এক্সপেন্স এর জন্য
- অ্যাকোমডেসন কন্ট্রিবিউশন
এক্ষেত্রে যদি আবেদনকারী শিক্ষার্থী তার বিশ্ববিদ্যালয়ের ডর্ম এ স্থান পায় তবে তার জন্য ডর্ম ফি মউকুফ করা হবে, আর ডর্ম এ না থাকলে ৪০০০০ HUF (প্রায় ১২৫ Euro) দেয়া হবে
- মেডিকেল ইন্সুরেন্স
এর আওতায় যেকোন দুর্ঘটনা ঘটলে বা ইমাররেজেন্সিতে এ বিষয়ে হাঙ্গেরিয়ান আইন অনুযায়ী আবশ্যিক মেডিক্যাল ইন্সুরেন্স নিশ্চিত করা হবে।সাধারণত পশ্চিমের যেকোন দেশেই মেডিকাল ইন্সুরেন্স একটি ব্যায়বহুল এবং আবশ্যিক ব্যপার, সেক্ষেত্রে এটা অত্যন্ত সুবিধাজনক।
- ভিসা ফি
এই প্রোগ্রামের অধীনে যারা হাংগেরিতে আসবেন তাদের কোন ভিসা ফি এর প্রয়োজন নেই।
আবেদনকারীর যোগ্যতাঃ
- আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে
- বয়স ১৮ এর উর্ধে হতে হবে
- অবশ্যই উচ্চ মাধ্যমিক/সমমান পাশ করতে হবে (এক্ষেত্রে কবে পাশ করা হয়েছে তা গুরত্বপুর্ণ নয়)
- ইংরেজিতে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে (IELTS/TOEFL)*
প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
০১। ছবি০২। পাসপোর্ট (এখন না থাকলেও ১লা আগস্ট ২০২০ এর মধ্যে আপলোড করলেই চলবে।)
০৩। অ্যাকাডেমিক সকল সার্টিফিকেট
০৪। অ্যাকাডেমিক সকল মার্কশিট/ট্রান্সক্রিপ্ট
০৫। মোটিভেশন লেটার/ স্টেটমেন্ট অব পারপাস
০৬। IELTS/TOEFL সার্টিফিকেট।*
০৭। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট*
০৮। মেডিকেল সার্টিফিকেট (নমুনা)
*বিঃদ্রঃ যদি আপনার একান্তই IELTS/TOEFL না থাকে সেক্ষেত্রে যে সব ইউনিভার্সিটিতে বাধ্যতামূলক নয় সেগুলোতে আবেদন করতে পারবেন
*পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন এই লিঙ্কে গিয়ে করা যাবে
আবেদন প্রক্রিয়াঃ
স্টাইপেন্ডিয়াম হাংগেরিকাম এর আবেদন প্রক্রিয়া মোটামুটি দীর্ঘ, কাজেই ধৈর্য ধরে মনোযোগ দিয়ে পুরো লেখাটি পড়তে থাকুন এবং নিচের ধাপগুলো অনুসরণ করুন।ধাপ ১ (প্রোগ্রাম পরিচিতি)
- যদি আপনি অ্যাপ্লিকেশন করার ব্যপারে ইতোমধ্যে নিশ্চিত হয়ে থাকেন তবে সরাসরি Call for Applications for bachelor’s, master’s,one-tier master’s and non-degree programmes 2020/2021 এই লিঙ্কে চলে যান এবং বিস্তারিত নিয়মকানুন অন্তত একবার পড়ে ফেলুন।
- বাংলাদেশীদের জন্য কি কি বিষয় আছে তা চেক করতে এই লিংকে যান
- আপনার পছন্দের সাব্জেক্ট ও ইউনিভার্সিটি চেক করুন এখানে
আর যদি এখনো দ্বিধাদন্দে থাকেন তবে আরো জানতে এই লিঙ্কে চলে যান এবং ঘাটাঘাটি করতে থাকুন, অথবা হাংগেরির উইকিপিডিয়া পাতাটা পড়ে ফেলুন।
ধাপ ২ (আবেদন)
শিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব পোর্টালে এ নিম্নোক্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে,
- কাঙ্খিত প্রোগ্রামের নাম লিখুন
- নির্বাচিত বিষয় লিখুন
- ব্যক্তিগত তথ্য দিন
- শিক্ষাগত যোগ্যতা দিন
- রেজাল্টের পার্সেন্টেজ হিসেব করার জন্য ৫ স্কেলে হলে ১৬ দিয়ে গুন করবেন, যেমন জিপিএ ৪.৫৬*১৬=.৭২.৯৬ । আবার ৪ স্কেলে হলে ২০ দিয়ে গুন করবেন, যেমন ৩.৫০*২০= ৭০
- সবশেষে আপনার সাদাকালো ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের একটি ছবি আপলোড করে সাবমিট করতে হবে
- এবার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভেশনের জন্য ইমেইলে লিংক ও পাসওয়ার্ড পাঠানো হয়। ইমেইল না পেলে Junk/spam ফোল্ডার চেক করুন।
- অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা হলে উক্ত ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করুন। সাথে একটি সাদাকালো ছবি যুক্ত করুন।
২। এরপর স্টাইপেন্ডিয়াম হাংগেরিকাম এর অ্যাপ্লিকেশন পোর্টালে উপরের ডানপাশের দেশের তালিকা থেকে বাংলাদেশ নির্বাচন করে এখানে অ্যাাকাউন্ট খুলতে হবে।
অ্যাকাউন্ট খোলার পরে,
- আপনার ব্যক্তিগত সকল তথ্য দিন।
- শিক্ষাগত যোগ্যতা যা চাইবে তা সঠিক ভাবে পুরন করুন (নমুনা)
- মোটিভেশন লেটার লিখুন (কোন ভাবেই কপি পেস্ট করা যাবেনা, নিজেই নিজেকে প্রশ্নগুলো করুন, এবং উত্তর সাবলীল ভাবে শুদ্ধ ইংরেজিতে লিখুন, মোটিভেশন লেটারের নমুনা)
- ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি (IELTS/TOEFL Score) উল্লেখ করুন
- কোন কাজের অভিজ্ঞতা থাকলে দিন
- কোন শখ/ ECA (Extra Curricular Activities) থাকলে উল্লেখ করুন (নমুনা)
- একই সাথে দুটি আলাদা ইউনিভার্সিটির ভিন্ন ভিন্ন দুটি বিষয় নির্বাচন করা যাবে। প্রথম পছন্দ অবশ্যই ১ নম্বরে দিতে হবে।
- শেষে আপনার সকল ডকুমেন্টস এর স্পষ্ট Scanned Copy আপলোড করুন।
- কিছু জিনিস আগে পরেও হতে পারে। সমস্যা নেই, সময় নিয়ে ধৈর্য ধরে নির্ভুল ভাবে ফিল আপ করুন। যদি মনে হয় কোনো কিছু ভুল হয়ে গেছে তাহলে সাবমিট করার আগে অ্যাপ্লিকেশন এডিট করা যাবে । নির্ভুল ভাবে পুরন করার পর ভালোভাবে প্রিভিউ দেখে তারপরে সাবমিট করুন।
- এই ফর্মটির প্রিন্টআউট নিয়ে রাখুন।
ধাপ ৩ (আবেদনের হার্ডকপি এবং ডকুমেন্টস জমা দেয়া)
এটি হচ্ছে আপনার আবেদনের সর্বশেষ ধাপ। আপনি যে ডকুমেন্টস মন্ত্রনালয়ে সাবমিট করবেন তার একটা লিস্ট তৈরি করে প্রিন্ট করে নিন।ডকুমেন্টস (শুধু ফটোকপি!) যেভাবে সাজাবেনঃ
- মন্ত্রনালয়ের অ্যাপ্লিকেশন ফর্ম সবার উপরে দিন ( অবশ্যই সাথে এক কপি ছবি যুক্ত করে দিবেন)
- স্টাইপেন্ডিয়ামের অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্টআউট কপি।
- অ্যাকাডেমিক সনদ ও মার্কশিট
- আইয়েল্টিএস/টোয়েফল সনদ
- মোটিভেশন লেটার
- মেডিক্যাল সার্টিফিকেট
- পুলিশ ক্লিয়ারেন্স
- অন্যান্য ডকুমেন্টস (পাবলিকেশন/রিসার্চ পেপার/এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ যদি থাকে)
এরপর ডকুমেন্টসগুলো একটা পেপার ক্লিপ দিয়ে আটকিয়ে খামে ভরে আঠা দিয়ে লাগিয়ে দিবেন।
এই খামটি নিচের ঠিকানায় জমা দিতে হবে।
প্রাপকের ঠিকানা-
যুগ্নসচিব (বৃত্তি)
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ
শিক্ষা মন্ত্রণালয়,
বাংলাদেশ সচিবালয় , ঢাকা।
আবেদনপত্র সচিবালয়ের ২ নং গেট সংলগ্ন অভ্যর্থনা কক্ষের ৯নং কাউন্টারে সকাল ১০.টা থেকে ১১.০০টা এবং বিকাল ৩.৩০টা থেকে ৪.৩০টার মধ্যে যে কোন সময়ে জমা দেয়া যাবে। জমা দেয়ার শেষ তারিখ ১৯ জানুয়ারি ২০২০ বিকাল ৪ টা।
*তবে অনলাইনে আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২০।
বিঃদ্রঃ খামের উপর প্রাপক, প্রেরক, আইডি/ট্র্যাকিং নাম্বার, প্রোগ্রামের নাম অবশ্যই লিখতে হবে। এবং যে সকল ডকুমেন্টস অনলাইনে আপলোড করবেন সেগুলোর অবশ্যই হার্ডকপি জমা দিতে হবে, নয়তো আপনার আবেদন বাতিল বলে গন্য হবে।
গতবছর পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক ছিলো না কিন্তু এবার বাধ্যতামূলক করা হয়েছে। এটা ছাড়া আবেদন অসম্পুর্ন। অসম্পুর্ন আবেদন কখনো গ্রহণযোগ্য নয়।
আপাতত অভিনন্দন!!
এরপর কিছুদিন শান্তিমত ঘুমিয়ে নিন, কেননা আপনার আরো উৎকণ্ঠার দিন শুরু হতে যাচ্ছে। তবে আত্মবিশ্বাস রেখে এগুলে এগুলো কোন সমস্যা হবেনা।
প্রাথমিক ভাবে নির্বাচিত হলে, প্রোগ্রাম ও ইউনিভার্সিটি ভেদে আপনাকে ইমেইল করে জানিয়ে দিবে ঠিক ভাবে পরের ধাপ গুলো (অনলাইন পরীক্ষা, ইন্টারভিউ...) নেয়া হবে। আপনার উচ্চ মাধ্যমিক এর সাধারণ পড়াশোনাই পরীক্ষাগুলো ভালোভাবে পাশ করার জন্য যথেষ্ট। এছাড়াও পরীক্ষার জন্য Sample Test দেয়া থাকে সেগুলো অনুশীলন করতে পারেন। ইন্টারভিউ এর জন্য আয়নার সামনে দাড়িয়ে/ বন্ধুর সাথে আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলার প্রাকটিস করতে পারেন। সাধারণত অনলাইন টেস্ট এর নিদ্রিস্ট কোন উত্তর ঠিক কিভাবে বের করেছেন তা ইন্টারভিউ এ জিজ্ঞেস করে।
এর বাইরের কিছু কথাঃ
ইউনিভার্সিটি ও সাব্জেক্ট সিলেক্ট করা আপনার ব্যক্তিগত বিষয়। বিষয় নির্বাচন করার পুর্বে অবশ্যই ইন্টারনেট থেকে ভালভাবে রিসার্চ করে নিবেন। এক্ষেত্রে, বিষয়ভিত্তিক র্যাংকিং (Academic Ranking/QS/Top Universities/THE Ranking...) ফ্যাকাল্টির Google Scholar index, Researchgate index, পাবলিকেশন এগুলো ভালো মাপকাঠি হতে পারে।এছারাও শহর একটা বড় বিষয়, ছোট বা বড় শহর এর ওপর ভিত্তি করে জীবনের অনেক পরিবর্তন আসতে পারে। তাই ভালোভাবে শহর সম্পর্কেও ঘাটাঘাটি করে নিন। এবং বিভিন্ন সিটিতে লিভিং কস্ট ও ভিন্ন হয় সেক্ষেত্রে স্টাইপেন্ড এর টাকা যথেষ্ট নাও হতে পারে। লিভিং কস্ট চেক করতে এখানে দেখতে পারেন।
এই প্রোগ্রামের কোন পর্যায়ে কোন এজেন্সির কোনো সম্পর্ক নেই। সুতরাং কারো প্রতারণার স্বীকার হলে আপনি নিজেই দায়ী থাকবেন।
সবশেষে, আর কোন বিষয়ে কোন প্রশ্ন থাকলে যোগাযোগ করতে দ্বিধা করবেন না!
আশা করি অনেকের সাথেই শীঘ্রই দেখা হবে!
সবার জন্য ভালবাসা এবং শুভকামনা!
Arif Zaman
Stipendium Hungaricum Awardee 2019-20
B.Sc. in Biochemical Engineering, University of Debrecen
HSC: Notre Dame College, Dhaka.
SSC: Saidpur Government Technical College
Facebook: https://www.facebook.com/arif.retardowl
Email: arifuzzamansdp@gmail.com
[এবং, কৃতজ্ঞতা Muhaiminul Islam (BSc in Food Engineering, University of Debrecen) ভাইয়ের প্রতি, তার এই লেখা থেকে আবেদন অংশের প্রায় পুরোটা এখানে সংযোজন করা হয়েছে]
Vaiya part time job kora jabe?? R proti gonta koto tk dey job??
ReplyDeletePart time job is surely possible, but I am sure that's not a good idea because the hourly pay is much less than that of other EU countries (around 2-4 USD only.) And sorry for replying late.
Deletewhen should I apply for the next session??
ReplyDeleteHi there! The answer is: Now, (or, within some weeks), the circular for next year fall(September, 2021) has already been published in the Hungarian part, so within some time the circular should also be published in the website http://www.shed.gov.bd/ . Goodluck!
Deletecan you clear me one thing?
ReplyDeleteI didn't attend ielts yet. but you said i can attached it later but won't it be incomplete when I submit it to শিক্ষামন্ত্রালয়?!
Yes, it would be considered incomplete to the education ministry, without IELTS the chance of getting nominated is very low. But if you somehow manage to get nominated from ministry without the IELTS, you can attach in to the Hungarian part later. So to sum up, try to do the IELTS asap.
Deleteটিচারের রেফারেন্স লেটার কি দিতে হবে?
ReplyDeleteFor Undergraduate: NO.
DeleteCan I do freelancing in Hungary while studying?
ReplyDeletevaiya ami hsc 2021 batch Apadoto ami akta private university te honours kortesi ...amr ki akhn undergraduate program er jnnw apply kora thik hobe? Or it is too late! ami next kobe apply korte parbo? ar amr vaia hsc te GPA-5 and Golden A+ chara ar kono extra curricular activities er certificate o nei ami ki applicable hobo for any stipendium program?
ReplyDeleteI'm looking for your kind reply and suggestion brother.........